January 14, 2026 - 1:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকউত্তর কোরিয়ায় খাদ্যসংকট উত্তরণে জরুরি বৈঠকে কিম

উত্তর কোরিয়ায় খাদ্যসংকট উত্তরণে জরুরি বৈঠকে কিম

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র খাদ্যসংকট উত্তরণের উপায় খুঁজতে জরুরি বৈঠক শুরু করেছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপর্যায়ের নেতারা। রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট কিম জং উন জরুরি এ বৈঠকের ডাক দেন, যা শুরু হয় সোমবার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, বৈঠকে খাদ্যঘাটতি মোকাবিলায় অতি গুরুত্বপূর্ণ ও জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সপ্তম বর্ধিত এ বৈঠকে কিম জং উন সরকারের গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোও পর্যালোচনা করছেন।

কেসিএনএ আরও জানায়, বৈঠকটি ক্ষমতাসীন দলের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন, যা শুধুমাত্র কৃষিব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তন নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। তবে কৃষি ছাড়াও চলমান এ বৈঠকে জাতীয় অর্থনীতির উন্নয়নে জরুরি ও সম্ভাব্য সব পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বৈঠকে কিম জং উনের সঙ্গে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ প্রিমিয়ার কিম টোক হুন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক পরিচালক ও কিমের ঘনিষ্ঠ সহযোগী জো ইয়ং ওয়ানের মতো জ্যেষ্ঠ নেতা ও কর্মকর্তারা।

এদিক, দক্ষিণ কোরিয়ার সরকার বলেছে, এ ধরনের বৈঠক উত্তর কোরিয়ার খাদ্য পরিস্থিতির অধিকতর অবনতির ইঙ্গিত দেয়। গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট ‘৩৮ নর্থ’ বলেছিল, উত্তর কোরিয়ার খাদ্যপ্রাপ্যতা সম্ভবত মানব চাহিদার ন্যূনতম সীমারও নিচে নেমে গেছে।

সাম্প্রতিক দশকগুলোতে উত্তর কোরিয়া দুর্ভিক্ষসহ, প্রায়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চরম আবহাওয়ার ফলে ফসল উৎপাদন কমে যাওয়া ও করোনা মহামারি চলাকালীন চীনের সঙ্গে বাণিজ্যঘাটতি সৃষ্টি হওয়ায় খাদ্যসংকট আরও বেড়েছে।

পাশাপাশি একের পর এক পারমাণবিক কর্মসূচি পরিচালনার ফলে আরোপ হওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটিকে ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

গত বছর, দেশটির শস্য উৎপাদনের পরিমাণ অনুমান করা হয়েছিল ৪০ লাখ ৫০ হাজার টন, যা ২০২০ সালের ‍তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী, ২০২১-২২ সাল পর্যন্ত উত্তর কোরিয়া বছরে ৪০ লাখ ৪০ হাজার থেকে ৪০ লাখ ৮০ হাজার টন খাদ্যশস্য উৎপাদন করেছে। অথচ দেশটির ২ কোটি ৫০ লাখ মানুষের জন্য প্রায় সাড়ে ৫০ লাখ টন খাদ্যশস্যের প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নোন তাই-জিনের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ায় চাহিদার তুলনায় ১ লাখ খাদ্যশস্যের ঘাটতি বিদ্যমান। এ ব্যবধানের অর্ধেক সাধারণত চীন থেকে গোপনে কেনা শস্যের মাধ্যমে পূরণ করা হতো। বাকিটা অমীমাংসিত ঘাটতি হিসেবে থেকে যেত। করোনা পরবর্তী সময়ে চীন থেকে খাদ্যশস্য আমদানি ব্যাহত হওয়ায় এ বছর খাদ্যঘাটতি বিশাল আকারে রূপ নিয়েছে।

তাই-জিন আরও বলেন, এর পেছনে আরেকটি বিষয় দায়ী। সেটা হলো, উত্তর কোরিয়া কর্তৃপক্ষের কঠোর বাজার নিয়ন্ত্রণ ও বাজারের কার্যক্রম সীমিত করার প্রচেষ্টা। এখন এ সংকট কাটিয়ে উঠতে দেশটি কী পদক্ষেপ নেবে, তা মোটেই স্পষ্ট নয়।

এর আগে ২২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডং সিনমুনের একটি প্রতিবেদনে লেখা হয়, বাইরে থেকে খাদ্যসহায়তা নেওয়া ‘বিষাক্ত মিছরি’ গ্রহণের মতো হতে পারে। এর মাধ্যমে অর্থনীতি চাঙা করার চেষ্টা করা মারাত্মক ভুল হতে পারে। উদ্ভুত সমস্যা সমাধানে নিজেদেরই অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...