গাজীপুর প্রতিনিধি: গাজীপুর থেকে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারী হল- বরিশালের বানারীপাড়া থানার মলুহার এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৩)।
অপহৃত শিশু ভোলা সদর থানার কালিকৃতি এলাকার মোঃ মমিনূর রহমানের ছেলে ইয়াসিন আল মাহামুদ (৪)।
পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ী হরিণাচালা এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতো ইয়াসিন আল মাহামুদ। একই বাসায় ভাড়া থাকতো অপহরণকারী বিল্লাল হোসেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাসার নিচে গেটের সামনে খেলাধুলা করছিল ইয়াসিন। এসময় বিল্লাল হোসেন শিশু ইয়াসিনকে অপহরণ করে নিয়ে যায়। একপর্যায়ে ছেলেকে না পেয়ে তার পিতা-মাতা খোঁজাখুজির করে। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী বিল্লাল হোসেন শিশুর পিতা মমিনূর রহমানের মোবাইলে ফোন করে তার ছেলেকে অপহরণের কথা জানায়। এসময় ২০ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পুলিশকে জানালে ছেলের লাশ পাবে বলে হুমকী দেয়। পরে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বনিকের নেত্রীত্বে অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ইয়াসিনকে উদ্ধারসহ অপহরণকারী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এঘটনায় কোনাবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।