October 7, 2024 - 8:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদচলতি অর্থবছরে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির আশা এমসিসিআইয়ের

চলতি অর্থবছরে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির আশা এমসিসিআইয়ের

spot_img

নিজস্ব প্রতিবেদক : ব্যবসা-বাণিজ্য দেশের সমৃদ্ধি বয়ে আনে। করোনার মধ্যেও আমরা বেশ কয়েকটি সূচকে উন্নতি করেছি।চলতি ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। এভাবে চলতে থাকলে এই অর্থবছরে ৬০ বিলিয়ন ডলারের রপ্তানি হবে বলে আশা প্রকাশ করেছেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলাম।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এমসিসিআই আয়োজিত সাংবাদিকদের সম্মেলন এ তথ্য জানানো হয়।

এসময় তিনি বলেন, যে কোনো দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য কয়েকটি সূচক দরকার। একইসঙ্গে সুশাসনেরও দরকার রয়েছে। ২০২১ সালের করোনার মধ্যেও আমরা অনেক ভালো করেছিলাম। তখন প্রথম বিজনেস ক্লাইমেট ইনডেক্স চালু করেছিলাম।

তিনি আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য বিবিএক্স চালু করেছি। সেখানে অনেক তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বিবিএক্সে ১০টি স্তম্ভ তুলে আনা হয়েছে। এর মধ্যে ৭টিতে আমাদের উন্নতি হয়েছে। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে অবকাঠামো খাতে। আমদের দেশের অবকাঠামো খাতে অনেক ভালো অবস্থানে রয়েছে।

এক আলোচনায় সভাপতি সাহেব কভিড -১৯ এর টিকাটান কর্মসূচির ও আপদকালীন সরকারের প্রণোদনার ভূঁয়সী প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ