December 27, 2024 - 10:11 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকঅর্থনৈতিক সংকটে মন্ত্রী-আমলাদের ভাতা-পরিবহন ব্যয় কমাচ্ছে পাকিস্তান

অর্থনৈতিক সংকটে মন্ত্রী-আমলাদের ভাতা-পরিবহন ব্যয় কমাচ্ছে পাকিস্তান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : এবার সব মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়কে মোট ব্যয়ের ১৫ শতাংশ সংকোচনের নির্দেশ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ‍বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি তার মন্ত্রী, উপদেষ্টাদের কয়েক মাসের জন্য বেতন না নিতে, বিলাসী গাড়ি ব্যবহার ও বিদেশ ভ্রমণ বন্ধ করতে বলেন। এমনকি আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে ইকোনমি ক্লাসের সিট ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, মন্ত্রী, সরকারি উপদেষ্টা ও আমলাদের সব বিলাসবহুল গাড়ি প্রত্যাহার করা হবে। আর কোনো অনিবার্য কারণ ছাড়া সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তবে জরুরি কোনো কারণে যদি বিদেশে যেতে হয় তাহলে বিজনেস ক্লাস নয়, ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকার বছরে ২০ হাজার কোটি ডলার সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ সময়ের প্রয়োজনে নেওয়া ও বর্তমান পরিস্থিতিতে খুব সামান্য সঞ্চয়ও সংকট কাটাতে ব্যাপকভাবে সাহায্য করতে পারে।

তার দাবি, মন্ত্রী ও উপদেষ্টারা স্বেচ্ছায় তার এসব পদক্ষেপ মেনে চলতে রাজি হয়েছেন। এমনকি, মন্ত্রিপরিষদের সব সদস্য তাদের বেতন-ভাতা সরকারি কোষাগারে জমা করতে ও সব খরচ কিছুদিনের জন্য নিজেদের পকেট থেকে দিতে সম্মত হয়েছেন।

শাহবাজ আরও বলেন, সশস্ত্র বাহিনীও যুদ্ধবহির্ভূত ব্যয় কমানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। তবে সশস্ত্র বাহিনীর ব্যয় নিয়ে বিস্তারিত কিছু বলেলনি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ব্যয় সংকোচনের অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে, সরকারচালিত যেকোনো সংস্থা বিলাসবহুল দ্রব্য ‍ও যানবাহন কিনতে পারবে না, দুই বছরের জন্য নতুন জেলা বা শহরের মতো কোনো প্রশাসনিক ইউনিট তৈরি করার পরিকল্পনা করা যাবে না।

বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে সম্প্রতি সে সংকট আরও ঘনীভূত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির মুদ্রাস্ফীতি ২৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের আবেদন করেছে দেশটি।

পাকিস্তানের জন্য আইএমএফের ঋণ সহায়তার শর্তগুলো ‘কল্পনাতীত’। তবে চরম অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে এই মুহূর্তে সেসব কঠিন শর্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু দফায় দফায় বৈঠকের পরেও ঋণের শর্ত নিয়ে একমত হতে পারেনি দু’পক্ষ। এর ফলে ঝুলে রয়েছে আইএমএফের ঋণ ছাড়ের বিষয়টি।

আলোচনায় বসার আগে আইএমএফ পাকিস্তানকে পূর্ববর্তী পদক্ষেপ নিতে বলেছিল। যার মধ্যে রয়েছে ভর্তুকি প্রত্যাহার, জ্বালানি শুল্ক বৃদ্ধি, অতিরিক্ত রাজস্ব বাড়ানো এবং বহিরাগত অর্থায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত।

গত ৩ ফেব্রুয়ারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাবো না। শুধু বলবো, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। আইএমএফের যেসব শর্তে আমাদের রাজি হতে হবে, সেগুলোও কল্পনার বাইরে। তবে শর্তগুলো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে ৩০০ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা দিয়ে বড়জোর তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ইফাদ অটোস্ পিএলসি, ফরচুন সুজ লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ...

সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন...

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

কর্পোরেট সবাদ ডেস্ক : অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের...

উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হয়েও তিনি নাকি হীনম্মন্যতায় ভুগতেন। ‘দিল চাহতা হ্যায়’, ‘লগান’, ‘রং দে বসন্তী’, ‘থ্রি ইডিয়টস্’-এর মতো ছবি রয়েছে তাঁর...

ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীগণ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সাতক্ষীরা জেলার...

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

কর্পোরেট সংবাদ ডেস্ক : অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।...

ন্যাশনাল ফাইন্যান্স ও ফিনটেক হাবের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ন্যাশনাল ফাইন্যান্স ও ফিনটেক হাবের মধ্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স ফিনটেক হাবের...