January 13, 2026 - 3:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকঅর্থনৈতিক সংকটে মন্ত্রী-আমলাদের ভাতা-পরিবহন ব্যয় কমাচ্ছে পাকিস্তান

অর্থনৈতিক সংকটে মন্ত্রী-আমলাদের ভাতা-পরিবহন ব্যয় কমাচ্ছে পাকিস্তান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : এবার সব মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়কে মোট ব্যয়ের ১৫ শতাংশ সংকোচনের নির্দেশ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ‍বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি তার মন্ত্রী, উপদেষ্টাদের কয়েক মাসের জন্য বেতন না নিতে, বিলাসী গাড়ি ব্যবহার ও বিদেশ ভ্রমণ বন্ধ করতে বলেন। এমনকি আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে ইকোনমি ক্লাসের সিট ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, মন্ত্রী, সরকারি উপদেষ্টা ও আমলাদের সব বিলাসবহুল গাড়ি প্রত্যাহার করা হবে। আর কোনো অনিবার্য কারণ ছাড়া সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তবে জরুরি কোনো কারণে যদি বিদেশে যেতে হয় তাহলে বিজনেস ক্লাস নয়, ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকার বছরে ২০ হাজার কোটি ডলার সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ সময়ের প্রয়োজনে নেওয়া ও বর্তমান পরিস্থিতিতে খুব সামান্য সঞ্চয়ও সংকট কাটাতে ব্যাপকভাবে সাহায্য করতে পারে।

তার দাবি, মন্ত্রী ও উপদেষ্টারা স্বেচ্ছায় তার এসব পদক্ষেপ মেনে চলতে রাজি হয়েছেন। এমনকি, মন্ত্রিপরিষদের সব সদস্য তাদের বেতন-ভাতা সরকারি কোষাগারে জমা করতে ও সব খরচ কিছুদিনের জন্য নিজেদের পকেট থেকে দিতে সম্মত হয়েছেন।

শাহবাজ আরও বলেন, সশস্ত্র বাহিনীও যুদ্ধবহির্ভূত ব্যয় কমানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। তবে সশস্ত্র বাহিনীর ব্যয় নিয়ে বিস্তারিত কিছু বলেলনি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ব্যয় সংকোচনের অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে, সরকারচালিত যেকোনো সংস্থা বিলাসবহুল দ্রব্য ‍ও যানবাহন কিনতে পারবে না, দুই বছরের জন্য নতুন জেলা বা শহরের মতো কোনো প্রশাসনিক ইউনিট তৈরি করার পরিকল্পনা করা যাবে না।

বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে সম্প্রতি সে সংকট আরও ঘনীভূত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির মুদ্রাস্ফীতি ২৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের আবেদন করেছে দেশটি।

পাকিস্তানের জন্য আইএমএফের ঋণ সহায়তার শর্তগুলো ‘কল্পনাতীত’। তবে চরম অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে এই মুহূর্তে সেসব কঠিন শর্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু দফায় দফায় বৈঠকের পরেও ঋণের শর্ত নিয়ে একমত হতে পারেনি দু’পক্ষ। এর ফলে ঝুলে রয়েছে আইএমএফের ঋণ ছাড়ের বিষয়টি।

আলোচনায় বসার আগে আইএমএফ পাকিস্তানকে পূর্ববর্তী পদক্ষেপ নিতে বলেছিল। যার মধ্যে রয়েছে ভর্তুকি প্রত্যাহার, জ্বালানি শুল্ক বৃদ্ধি, অতিরিক্ত রাজস্ব বাড়ানো এবং বহিরাগত অর্থায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত।

গত ৩ ফেব্রুয়ারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাবো না। শুধু বলবো, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। আইএমএফের যেসব শর্তে আমাদের রাজি হতে হবে, সেগুলোও কল্পনার বাইরে। তবে শর্তগুলো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে ৩০০ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা দিয়ে বড়জোর তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

অর্থ-বাণিজ্য ডেস্ক: মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো...

প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: উপদেষ্টা আসিফ নজরুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু...

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে তিন দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার...

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম...

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবী সংগঠন বা অন্য কোন...

আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় সংসদ নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।...

ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান রবিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।...