October 7, 2024 - 4:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যপিএলসি লিখতে লাগবে না অনুমতি

পিএলসি লিখতে লাগবে না অনুমতি

spot_img

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে যেকোন ব্যাংকের নামের শেষে ‘এলটিডি’ এর পরিবর্তে ‘পিএলসি’লেখার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়া লাগবে না। শুধু নাম পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংককে জানালেই হবে।

বুধবার ব্যাংকটির ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা আবশ্যক ছিল। কিন্তু এখন আর প্রাথমিক কাজ শেষ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি অবগতিসহ পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংকগুলোকে বিআরপিডি বিভাগে আবেদন করতে বলা হয়। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ