মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে শিশুদের ক্রীড়া নৈপুণ্য ও শিক্ষা পদক /২৩ উপলক্ষে, উপজেলা ব্যাপি সকল প্রাথমিক শিক্ষার্থীদের সমন্বয়ে, গলাচিপা হাই স্কুল মাঠে, উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১১৪ (৩) আসনের জননেতা ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, অফিসার ইনচার্জ শোনীত কুমার গায়েন, সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা, ফিরোজ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে শিক্ষা পদক ও পুরস্কার প্রদান করা হয়। শিশুদের শিক্ষা পদক অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গণমাধ্যমকর্মী মোঃ হাফিজ, রিপন বিশ্বাস, মিঠুন পাল, মাজারুল ইসলাম মলি,প্রমুখ। শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকসহ দর্শকেরা খেলা উপভোগ করেন।