তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত-বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্দের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের
সভাপতিত্বে শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদ সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
আওয়ামীলীগ নেতা এম মোসাদ্দেক আহমেদ মানিক, আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, ওসি সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া সহ সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা আরো অনেকে।