শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আবারো দুধে ভেজাল দ্রব্য মেশানোর অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দ করা হয়েছে ৪৭০ লিটার ভেজাল দুধ, ৩৬ কেজি ভেজাল গ্লুকোজ, ১০ লিটার সয়াবিন তেল ও বেলেন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ।
খাদ্যকর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তালা উপজেলার মহান্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে মালামালসহ আটক করার পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস তাকে ৬ মাসের কারাদ্বন্ড প্রদান করেন। অভিযুক্ত উজ্বল ঘোষ মহান্দী গ্রামের বসুদেব ঘোষের পুত্র।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান জানান, তিনি দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ বানিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন। তিনি এলাকার অনেক ব্যবসায়ী এ ধরনের কাজে জড়িত। অধিক নিশ্চয়তার লক্ষ্যে জব্দকৃত দুধ ল্যাব পরীক্ষা করে তা ভেজাল বলেও প্রমানিত হয়েছে। পরে ভেজাল দুধ ড্রেনে ফেলে ও গ্লুকোজ গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস জানান, দুধে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী উজ্জ্বল ঘোষকে ছয় মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়েছে ।
উল্লেখ্য :এর আগে গত বছরের শেষের দিকে জেলা দুগ্ধ খামার সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রশান্ত ঘোষকে বিপুল পরিমান ভেজাল দুধ ও বিভিন্ন উপকরনসহ তাকে আটকের পর ৬ মাসের কারাদ্বন্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।


