আন্তর্জাতিক ডেস্ক : কোনো পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ৫০ কোটি ডলারের অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। সফরে গিয়েই এ ঘোষণা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
সোমবার (২০ ফেব্রুয়ারি) হঠাৎ কিয়েভ সফরে যান বাইডেন। সেখানে গিয়েই এ অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা করেন। বাইডেন বলেন, আমরা প্রায় ৭০০টি ট্যাঙ্ক, কয়েক হাজার সাঁজোয়া যান, ১ হাজারটি আর্টিলারি সিস্টেম, দুই মিলিয়নেরও বেশি রাউন্ডের আর্টিলারি গোলাবারুদ, ৫০টিরও বেশি উন্নত লঞ্চ রকেট সিস্টেম, অ্যান্টি-শিপ এবং এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি ইউক্রেনকে।
বাইডেন আরও বলেন, চলতি সপ্তাহের পর রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সেই সাথে যারা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সাহায্য করছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আসবে। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।