তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: শীতের মাস পৌষের প্রথম সকাল। চারিদিকে কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা ভেদ করে উদিত হয়েছে নতুন সূর্য। বিজয় দিবসের রক্তিম সেই সূর্যোদয়ের আগেই শতশত মানুষের সমাগম হয়েছে পৌর সভার শহিদ মিনার প্রাঙ্গণে। বিজয়ের ৫২তম বছর উদযাপন উপলক্ষে শীতকে উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসেছেন অগনতি মানুষ। ফুল হাতে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। হাজারো মানুষের আনা শ্রদ্ধার ফুলে মুহূর্তের মধ্যেই ভরে উঠেছে পুরো স্মৃতিসৌধের শহীদ বেদি।

সকাল ৭টার পর সর্বসাধারণের জন্য শহিদ মিনার এলাকা উন্মুক্ত করে দেয়ার পরেই সকল শ্রেণি-পেশা ও বয়সের মানুষের ভিড় শহিদ মিনার জুড়ে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহি অফিসার আলী রাজ মিঠুন, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস-চেয়ারম্যান পুরুষ হাজী মোঃ লিটন আহমেদ, আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার রায় বেভুল , শ্রীমঙ্গল থানা পুলিশ সহ একে একে শহিদ বেদিতে শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন শহিদের। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন বিভিন্ন পর্যায়ের অংগসংগঠনের নেতৃবৃন্দ।


