আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বহুতল ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার রাতে দামাস্কাসে আছড়ে পড়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রটি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) এমনই দাবি করেছে যুদ্ধের বিষয়ে নজর রাখা একটি সংস্থা (ওয়ার মনিটর)।
প্রাথমিকভাবে, ইরানের প্রশাসন সূত্রে জানা গিয়েছিল নিহতের সংখ্যা পাঁচ। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। পরে, সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতের সংখ্যা ১৫। আহত হয়েছেন আরও বেশি।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ ইসরায়েলের দখলে থাকা গোলান প্রদেশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দামাস্কাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কীভাবে ক্ষেপণাস্ত্রের হানায় ভেঙে পড়ছে ১০তলা ভবন।