তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে আনসার বাহিনীর সেবা পদক পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৌরসভার ৬ নং ওয়ার্ড দলনেতা মো: আহছান উল্লাহ সুমন।
রোববার দুপুর ১২টায় ঢাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডের অনুষ্টানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক বিতরণ করা হয়।
অনুষ্টানে অন্যান্যদের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রীমঙ্গল পৌরসভা ৬ নং ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সৃমনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেসিডেন্ট সেবা পদক পি ভি এম প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।