সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- বি-বাড়িয়া জেলা ও সদর থানার দক্ষিন পৈরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া(৩৫)।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার বেলা সোয় ১২ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতার আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।