বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নজরুল বিশ্বাস (৪২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারী) ভোররাতে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাস এর ছেলে।
পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করা হয়। পরে ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় থাকা ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নজরুল নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: