October 8, 2024 - 8:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২৯

রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২৯

spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৩ এর সিও লে. কর্নেল আরিফ মহিউদ্দিন।

তিনি বলেন, রাকেশ এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আসামিদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক তোড়জোড় চালানোর পরিকল্পনা করছিল। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধির বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ার ফলশ্রুতিতে র‌্যাব উক্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র‌্যাব-৩ বিগত ৬ মাসে ছিনতাইকারীদের বিরুদ্ধে ৫৯টি অভিযান পরিচালনা করে ২০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা হতে রাত পর্যন্ত র‌্যাব-৩ এর কয়েকটি আভিযানিক দল একযোগে রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা ১। মোঃ রাকেশ ওরফে কালাচাঁন (১৯), পিতা-মোঃ ইমরান, সাং-বংশাল পুলিশ ফাঁড়ির মোড়, থানা-বংশাল, ডিএমপি ঢাকা এবং ২। মোঃ মান্নান (৪০),পিতা-মৃত কুদ্দুস মিয়া, সাং-সোনাপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার। এছাড়াও উক্ত চক্রের অন্যান্য সক্রিয় সদস্য ৩। মোঃ ইমরান গাজী (২৯), পিতা-মৃত বাচ্চু গাজী, সাং-ব্রাহ্মণসাকুয়া, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৪। মোঃ আকাশ (২৫), পিতা-আক্কাস, সাং-কালিবাড়ী, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা,ডিএমপি ৫। মোঃ ইসরাফিল (১৯), পিতা-মৃত সিরাজ মিয়া, সাং-আমগাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ, ৬। মোঃ সিয়াম (২০), পিতা-মোঃ মিন্টু, সাং-চাংখারপুল নাজিম উদ্দিন রোড, থানা-লালবাগ, ডিএমপি ঢাকা, ৭। মোঃ মানিক (২৪), পিতা-মৃত জলিল, সাং-চরহোগলা, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ৮। নাহিদ পারভেজ (৩৭), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-মহারাজপুর, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, ৯। মোঃ আরাফাত (১৯), পিতা-মোঃ মিলন, সাং-বেপারীপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, ১০। মোঃ শাকিল (১৯), পিতা-সাইদুর রহমান, সাং-পাতিল বাড়ীরচর, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, ১১। মোঃ রিয়াদ (১৯), পিতা-মোঃ মোশারফ, সাং-রহমতপুর, থানা-সন্দীপ, জেলা-চট্রগ্রাম, ১২। মোঃ আব্দুল রব মিয়া (২৬), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-আব্দুল্লাহপুর,থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, ১৩। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মৃত সমন মিয়া, সাং-আব্দুল্লাহপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, ১৪। মোঃ রাসেল (২১), পিতা-নুর ইসলাম, সাং-বটতলা, থানা-ইন্দুরকান্দি, জেলা-পিরোজপুর, ১৫। মোঃ ইসমাইল (৩২), পিতা-চুনু মিয়া, সাং-সাহেবগঞ্জ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাদঁপুর, ১৬। লোকনাথ রাজ বংশি (৩২), পিতা-মৃত উত্তম রাজবংশী, সাং-জালুয়াপাড়া (মাঝিপাড়া), পোড়াবাড়ী, থানা-সাভার, জেলা-ঢাকা, ১৭। শম্ভু চন্দ্র দাস (৪০), পিতা-মৃত রতন চন্দ্র দাস, সাং-মালিপাড়া, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা ১৮। মোঃ শামীম (৪৬), পিতা-মোঃ রমজান আলী, সাং- কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ১৯। মোঃ রাজু (২১), পিতা-মোঃ আক্কাস, সাং-চৌখা বাউসী উত্তর পাড়া, থানা-সরিষাবাড়ি, জেলা-জামালপুর, ২০। মোঃ মোজাফ্ফর (২৪), পিতা-মৃত রুস্তম মিয়া, সাং-উত্তর সাংগর অধিকারী, থানা-সুজাতপুর, জেলা-হবিগঞ্জ, ২১। মোঃ হাসান (২১), পিতা-মৃত তৌহিদ, সাং-রামপুরা সবুজবাগ থানা এলাকায় ভাসমান, ২২। মোঃ হৃদয় (২০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-কমলাপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় ভাসমান, থানা-ঢাকা রেলওয়ে থানা, ডিএমপি, ঢাকা, ২৩। মোঃ আরিফ (১৯), পিতা-মোঃ দুলাল শিকদার, সাং-বদরখালী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, ২৪। মোঃ আতিকুল ইসলাম (১৯), পিতা-মোঃ কাওছার ইসলাম, সাং-বগারচর, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর, ২৫। মোঃ হেলাল (৩২), পিতা-মোঃ বেল্লাল হোসেন, সাং-শেখেরগাঁও, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, ২৬। মোঃ রুবেল (২৭), পিতা-মৃত ফজলুল হক, সাং-শেখবাড়ী(শেখপাড়া), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, ২৭। মোঃ রতন @ মানিক (১৯), পিতা-মৃত শেখ ইদ্রিছ, সাং-মতিঝিল থানায় এলাকায় ভাসমান, থানা-মতিঝিল, ডিএমপি, ঢাকা, ২৮। মোঃ তছলিম (১৯), পিতা-মৃত লাল মিয়া, সাং-মতিঝিল থানায় এলাকায় ভাসমান, থানা-মতিঝিল, ডিএমপি, ঢাকা এবং ২৯। মোঃ আনোয়ার (১৯), পিতা-মৃত করিম, সাং-মতিঝিল থানায় এলাকায় ভাসমান, থানা-মতিঝিল, ডিএমপি, ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে উক্ত আসামীদের নিকট হতে সুইচ গিয়ার, চাকু, ক্ষুর, এন্টিকাটার, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ