October 8, 2024 - 5:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকইউরোপগামী জাহাজডুবে ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

ইউরোপগামী জাহাজডুবে ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানিয়েছে, লিবিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।

সংস্থাটি জানায়, তীব্র প্রতিকূল অবস্থার মধ্যে মাত্র সাতজন সাঁতরে তীরে আসতে পেরেছেন।

লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর। জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ