আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ডের সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকোলা স্টার্জন। আট বছরের বেশি সময় ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। খবর বিবিসির।
এডিনবার্গ থেকে এক সংবাদ সম্মেলনে দ্য স্কটিশ ন্যাশনাল পার্টির এই নেতা দেশটির সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন বলে জানা গেছে।
তবে কবে নাগাদ তিনি দায়িত্ব ছাড়বেন তা এখনই বলা যাচ্ছে না। ২০১৪ সালে দেশটির সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন নিকোলা স্টার্জন। এখন পর্যন্ত স্কটল্যান্ডে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকারপ্রধান তিনি।
তার এভাবে হুট করেই পদত্যাগের ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত ছিল। ১৯৯৯ সাল থেকে স্কটিশ পার্লামেন্টের একজন সদস্য হিসেবে কাজ করছেন স্টার্জন।
২০০৪ সালে তিনি এসএনপির উপ-প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৪ সালে আয়োজিত এক গণভোটে অ্যালেক্স স্যালমন্ডকে হারিয়ে দলের নেতা এবং সরকারপ্রধান হন তিনি।