তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই নাইমুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকার শাহান শাহ মোকাম (ভেজাবন) এর সামনে থেকে আসামি আপলস্বামী নাইডু (৪৫), দিপক নাইডু (২০), আনিছুর রহমান (৩৫) আটক করা হয়। আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ১ কেজি ৩০০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদ্বয় উভয়ই লংলা চা বাগানের বাসিন্দা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিরা অনেক দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে। আজ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।