শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে অমিত কুমার অধিকারী (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডক্টরস্ ল্যাব হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম কুমার অধিকারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ওই যুবক দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। এসময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তিনি পড়ে যান। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের নিচে তার মাথা ঢুকে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত অমিত কুমারের স্বজন সুকুমার ঢালী জানান, তিনি ‘হোমস্ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।কাজের উদ্দেশ্যে তিনি বাইরে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তপন কুমার জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে (সাতক্ষীরা-ল ১১-৫৩২৮)। তবে ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নয় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: