নিজস্ব প্রতিবেদক : প্রতারনা ও জালিয়াতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা হতে প্রতারনা ও জালিয়াতি মামলার দায়ে ৫ বছর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিলকে (৪০) গ্রেফতার করে র্যাব-৩।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরবর্তীতে উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৮/০২/২০১০ সালে ধৃত আসামীকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করে। মামলার রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।