নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় ঢাকার এক মাত্র মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায়-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি., রবিবার, সকাল ১০.৩০ টায় রূপায়ণ সিটি উত্তরায় আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অবঃ)।
কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক (চঃদাঃ) জনাব মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম), দিয়াবাড়ি স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব সৈয়দ মনিরুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পক্ষে উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অবঃ), জায়দুর রশীদ- জিএম, কাস্টমার
সার্ভিস ডিভিশন । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিয়াবাড়ি স্টেশনের একটি চৌকস দল এই অগ্নি নির্বাপণ
মহড়া পরিচালনা করেন।
এই সময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে সংশ্লিষ্ট সকল বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কর্মশালা ও মহড়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।