তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আমাদের কাছে এই লাশটি পড়ে আছে থাকার খবর আসে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটি একজন নারীর। লাশটি পচে গলে যাওয়ায় চিহ্নিত বা নাম পরিচয় বয়স কিছুই শনাক্ত করা যাচ্ছে না। ময়না তদন্তের পর বিস্তারিত বিষয় সম্পর্কে জানা যাবে।
তিনি আরও বলেন আমাদের টিম কাজ করছে নাম পরিচয় জানতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।