নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় স্বামীকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা পলাতক আসামি নাসিমাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ৩টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা পলাতক আসামি মোছাঃ নাসিমা বেগমকে (৩৮) গ্রেফতার করে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার পরকীয়া স্বামী জানতে পারলে ধৃত আসামি এবং তার পরকীয়া প্রেমিক যোগসাজশে ভিকটিমকে নির্মমভাবে হত্যা করে কলা বাগানের ভিতর লুকিয়ে রাখে। পরবর্তীতে তার নামে মামলা হয় ও উক্ত মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায়। বর্তমানে উক্ত মামলায় হাজিরা না দেয়ায় গ্রেফতারী আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।