তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ২৫০ গ্রাম গাঁজাসহ মসুদ মিয়া ওরফে সলই (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এসআই শাহ আলম, এএসআই মোশাহিদ কামালসহ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের পাশে থাকা শিলা ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে মসুদ মিয়াকে আটক করেন।
আসামি মসুদ মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আটককৃত মসুদ মিয়া পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে থানা পুলিশ সূত্রে জানা যায়।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সদ্য যোগদানপ্রাপ্ত ওসি হারুনুর রশিদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।