তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল (৬ ফেব্রুয়ারি) রাতে থানা এলাকায় ২৫৫ গ্রাম গাঁজাসহ মিরা নায়েক (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই এহসানুল হক হীরা সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে আটক করেন।
শ্রীমঙ্গল থানার সুত্রে বরাত দিয়ে জানা যায়, গতকাল রাতে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের ৬ নাম্বার লাইনের মীরা নায়েক নামে নারী আটক হয়।য আটককৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামিকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি ব্যাগে ২০০ গ্রাম এবং ৪৯ পুড়িয়া গাঁজাসহ মোট ২৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়।
এ ঘটনায় আটককৃত নারী কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করলে অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার সত্যতা নিশ্চিত করেন ও বলেন আজ মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতের মাধ্যমে আসামিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।