নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেনকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেনকে (৪০) ৮৭টি ১,০০০/- টাকা মূল্যমানের জালনোটসহ হাতেনাতে গ্রেফতার করে (র্যাব-৩)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদেরকে জালনোট প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে প্রতারনা করে আসছে বলে স্বীকার করে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
কোটি টাকা আত্মসাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার