আন্তর্জাতিক ডেস্ক : ‘ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে জরুরি উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান। এসব সহায়তা খুব শিগগির দেশটিতে পৌঁছাবে বলে টুইটারে জানিয়েছে তুরস্কের পাকিস্তান দূতাবাস। খবর সিএনএনের।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের দুটি সি-১৩০ প্লেন তুরস্কে যাওয়ার জন্য প্রস্তুত। একটিতে ত্রাণ সামগ্রী এবং অন্যটিতে উদ্ধার ও অনুসন্ধানের জন্য ৩৬ জন কর্মী থাকবেন। তারা আজ রাতে বা আগামীকাল সকালেই রওয়ানা হতে পারেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, চিকিৎসক, প্যারামেডিক ও উদ্ধারকর্মীদের সমন্বয়ে একটি দল উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় সহায়তার জন্য তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া শিগগির ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে আরেকটি প্লেন রওয়ানা হবে।
শুধু পাকিস্তানই নয়, এ পর্যন্ত প্রায় অর্ধশত দেশ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় যেকোনো ধরনের সহায়তার জন্য তারা প্রস্তুত। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেন, তুরস্ক ও সিরিয়ায় আজকের ধ্বংসাত্মক ভূমিকম্পের খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
ইউরোপীয় কমিশনার জেনেজ লেনারসিক টুইটারে বলেছেন, নেদারল্যান্ডস এবং রোমানিয়ার উদ্ধারকারী দলগুলো এরই মধ্যে রওয়ানা দিয়েছে। ইইউ’র ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার তাদের তদারকি করছে।
ভুক্তভোগী তুরস্ক ও সিরিয়াকে প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুটি দেশই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ তুরস্ক ও সিরিয়াকে জরুরি সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার শক্তিশালী ভূমিকম্পের পর ৭৬ জন অনুসন্ধান ও উদ্ধার বিশেষজ্ঞকে তুরস্কে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এ তথ্য নিশ্চিত করেছেন। সিরিয়ায় যুক্তরাজ্যের অর্থসহায়তাপ্রাপ্ত সংস্থা হোয়াইট হেলমেট সিরিয়ায় উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটিকে সহায়তার প্রস্তাব দিয়েছে আজারবাইজান, ইসরায়েল, জার্মানির মতো দেশগুলোও।