স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না। আয়োজন দেশ চূড়ান্ত করা হবে মার্চে। এশিয়া কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সেই সংযুক্ত আরব আমিরাত।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বাহরিনে বিসিসিআই সচিব জয় শাহ এবং পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি দেখা করেন। তার পরেই এই খবর প্রকাশ্যে এসেছে।
প্রাথমিকভাবে এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে জয় শাহ, যিনি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান, গত অক্টোবরে ঘোষণা করেন, পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তার পরে অনেক বাকবিতণ্ডা হয়েছে। জয় শাহ এবং নাজামের এই বৈঠকের দিকে অনেকের চোখ ছিল। সেখানেই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের জেদ থেকে সরে আসেন নাজম।
আমিরাতে আয়োজনের ব্যাপারে এগিয়ে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। জয় শাহের সেই মন্তব্যের ভিত্তিতে শনিবারের আপৎকালীন বৈঠক ডেকেছিলেন নাজামই। এসিসি-র সব দেশ সেখানে উপস্থিত ছিল।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়, ভারত কোনও ভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা এ ধরনের প্রতিযোগিতায় না খেললে স্পনসররা কেউ আসবে না।”
সূত্রের খবর, পাকিস্তানে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে বেশি উৎসাহ দেখাননি নাজাম নিজেই। পাকিস্তান এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের যা খরচ, তাতে এসিসি পাশে থাকলেও পাক বোর্ডের পকেট থেকে প্রচুর অর্থ বেরিয়ে যাবে। পিসিবি সেটা চাইছে না। তা ছাড়া, আমিরশাহিতে খেলা হলে প্রতিটি সদস্য দেশই সম্প্রচার স্বত্ব ছাড়াও অন্য পথে কোষাগার ভরাতে পারবে।
গত বছর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা। তবে এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে খেলতে অসম্মতি জানানোয় আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই হতে পারে মধ্যপ্রাচ্যের দেশটিতে।
আরও পড়ুন: