কর্পোরেট সংবাদ ডেস্ক: শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম রেজিস্টার্ড ক্লাব ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের মিলন মেলা (বিসিবিএল বার্ষিক পিকনিক-২০২৩)।
দেশের আড়াই হাজার ব্যাংকার এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানীর পূর্বাচলে অবস্থিত সী শেল পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পিকনিক।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দময় সময় কাটাবেন অংশগ্রহণকারীরা। আয়োজনে থাকবে ছোট-বড়দের জন্য বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। বিকেলে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সংগীত পরিবেশন করবে ক্লাবের নিজস্ব মিউজিক্যাল ব্যান্ড ‘বিসিবিএল বিটস্’ এবং সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ও তার দল।
আয়োজনের সমাপ্তি ঘটবে আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মাধ্যমে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ জানুয়ারি ২২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বিসিবিএল। একই বছরের ১০ জুলাই জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন নেয় ক্লাবটি। বর্তমানে ক্লাবের সদস্যসংখ্যা ২ সহস্রাধিক ছাড়িয়েছে। বেসরকারি ব্যাংক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এ ক্লাবের সদস্য।