নিজস্ব প্রতিবেদক : ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। আগামী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে তার এই সফর।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান। বেলজিয়ামের কোনো রানির এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।
জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনুপ্রেরণা যোগাতে তাদের ভূমিকা থাকে।