নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক বাজার এলাকা হতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৩৫), গ্রেফতার করে র্যাব-৩)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানায় ২০১৬ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী। মামলার পর ২০১৬ সালে সে আইন শৃঙ্খলা বাহিনী কতৃক গ্রেফতার হয় এবং গ্রেফতারের পর ১১ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে বিজ্ঞ আদালত কতৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আব্দুল্লাহ আল মামুন দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
নড়াইলে বন্ধুকে হত্যা: ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আসামি আব্দুল মজিদ গ্রেপ্তার