রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগান থেকে এ সব ককটেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।