কর্পোরেট সংবাদ ডেস্ক: কানাডা ও আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্ষ্টাজিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে সোমবার (৩০/০১/২০২৩) এনসিসি ব্যাংক লিঃ কানাডার “বাংলাদেশী মানি এক্সচেঞ্জ লিঃ” এর সাথে রেমিটেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশী মানি এক্সচেঞ্জ লিঃ এর মাধ্যমে কানাডা ও আমেরিকা থেকে সংগৃহীত রেমিটেন্স এর অর্থ এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে প্রদান করতে সক্ষম হবে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশী মানি এক্সচেঞ্জ লিঃ, কানাডা এর চেয়ারম্যান কাজল বিল্লাহ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান ও মোঃ মাহবুব আলম, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, ইভিপি এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মোঃ মাহ্ফুজুর রহমান এবং ইভিপি ও ট্রেজারী ফ্রন্ট অফিস প্রধান মোহাম্মদ শরীফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।