সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার নির্বাচনে মোট ভোটার ৩শ ৯০ জন।
বিএনপি ও আওয়ামী লীগ সমর্থির দু’প্যানেল থেকে ১৭টি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে এডভোকেট মোঃ কায়সার আহমেদ লিটন, সহ-সভাপতি পদে এডভোকেট খন্দকার মোঃ আব্দুল হান্নান, এডভোকেট মসিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ আনোয়ার পারভেজ লিমন, সহকারি সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ শহিদুল ইসলাম হীরা, গ্রন্থগার সম্পাদক পদে এডভোকেট কল্যাণী রানী মজুমদার, সহ গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ এডভোকেট ফজলুল হক হিরন, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে এডভোকেট মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ পদে এডভোকেট মোঃ রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক পদে এডভোকেট মোঃ গোলাপ হোসেন, সহ-হিসাব নিরীক্ষক পদে এডভোকেট আসিফ আজাদ রাতুল, এডভোকেট সুশীল কুমার সাহা (রানা আহমেদ)’এডভোকেট মোঃ হেদায়েতুল ইসলাম, এডভোকেট মোঃ আবু বক্কর সিদ্দিক বাবলু, নির্বাহী সদস্য পদে এডভোকেট মোঃ এ কে এম হাসান ফারুক রুমি, এডভোকেট মোহাম্মদ মাসুদ পারভেজ নওশাদ, এডভোকেট মোঃ রেজাউল বারী রুন্টু। মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে এডভোকেট শাকিল মোঃ শরিফুর হায়দার রফিক সরকার, সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ আলীমুল হক, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ গোলাম মোস্তফা সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ নাদিম ইবনে মোস্তফা সহ গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন, সাংস্কৃতিক ও ক্রিরা সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম আকন্দ, কোষাধ্যক্ষ পদে এডভোকেট ওলিউল্লাহ হিসাব নিরীক্ষক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন সহ হিসাব নিরীক্ষক পদে এডভোকেট মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ মন্ডল, এডভোকেট আলহাজ্ব খন্দকার মোঃ হাফিজুর রহমান, এডভোকেট খান মোহাম্মদ আইয়ুব আলী, এডভোকেট মীর রুহুল আমিন বাবু , এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সেলিম, এডভোকেট মোঃ এনামুল করিম শাহীন। মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গোলাম মোহাম্মদ বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ চলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। এখন পর্যন্ত ১২০ টি ভোট
কাস্ট হয়েছে।