শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শিরোনাম
খেলাধূলা

বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি প্রকাশ বিসিবির

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ১৩ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারতীয় দল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। তিন দিন পর অর্থাৎ ২০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের পরের ওয়ানডে। আর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এদিকে ২৬ আগস্ট চট্টগ্রামেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি গড়াবে।

দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।

Imported from WordPress: image-20.png

এই সম্পর্কিত আরো