বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজোর ডেস্ক:  সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯ টি কোম্পানির ১৮ কোটি  ৪৪  লক্ষ  ৩৪ হাজার ৪৩৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৩৩  কোটি ৯১  লক্ষ  ৩৪  হাজার ১৮৯  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৪.০১ পয়েন্ট বেড়ে ৫১৭৪.৪০  ডিএস-৩০ মূল্য সূচক  ১৬.৬৫  পয়েন্ট বেড়ে ১৯৯৩.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৪৪ পয়েন্ট বেড়ে ১০৩৮.৮৭  পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানীর শেয়ার।   

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক  ব্যাংক, স্কয়ার ফার্মা,  ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো  ফার্মা, পদ্মা অয়েল, ইসলামি  ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট,  প্রগতি  লাইফ  ইন্সু:, এশিয়াটিক ল্যাব  ও বিএসসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পূবালী  ব্যাংক,  ইসলামি  ব্যাংক,  সিএপিএম বিডিবিএল মি. ফা., ইস্টার্ন  ইন্সু:,  আইসিবি এমপ্লয়ী মি. ফা-১, স্কীম-১,  মীর আখতার, ডিবিএইচ ১ম মি. ফা., প্রগতি  ইন্সু:, এশিয়া  ইন্সু: ও  চাটার্ড লাইফ ইন্সু: ।  

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, দেশ গার্মেন্ট, ফারইস্ট  ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল  লিজিং,  ফ্যামিলি টেক্স, ডেফোডিল  কম্পিউটার, ভিএফএস থ্রেড ডায়িং  ও রানার  অটো।

আজ ডিএসই’র বাজার মূলধন:-  ৬৯৬৮১৮৩২১০১৫২.০০।

 

 

 

এই সম্পর্কিত আরো