পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ১৭ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার ৯৮৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৬ কোটি ৫০ লক্ষ ৮১ হাজার ৬৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৭.৪৭ পয়েন্ট কমে ৫০৭২.১৪ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.০৭ পয়েন্ট কমে ১৯৪৭.৮১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৭৬ পয়েন্ট কমে ১০১৭.৬৬ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, কমেছে ২২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়াটিক ল্যাব, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, প্রগতি লাইফ ইন্সু:, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্র্স পিপি, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্সু:, সিটি ব্যাংক ও এপেক্স স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়া ইন্সু:, এশিয়া প্যাসেফিক, ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা., পূরবী জেনারেল ইন্সু:, সোনালী পেপার, প্রগতি লাইফ ইন্সু:, ইস্টল্যান্ড ইন্সু:, ফনিক্স ইন্সু:, সোনারবাংলা ইন্সু: ও কনফিডেন্স সিমেন্ট।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফ্যামিলি টেক্স, ম্যাকসন স্পিনিং, নিউ লাইন, তাল্লু স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স, সিএনএ টেক্স, আনলিমা ইয়ার্র্ন, ১ম জনতা মি. ফা., এফবিএফ আইএফ ও মালেক স্পিনিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৮৬৫১৭৯৫১৮৩৫.০০।