বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
শিরোনাম
১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন সিস্টেম আপগ্রেডেশন: - সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান শিগগিরই ওমানে খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার
আন্তর্জাতিক

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডো’স নামের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) বিকেলে হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে।

সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের হার্মোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।’

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে কোনো আক্রমণ বা সহিংস কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে। এমন সময় ঘটনাটি ঘটেছে যখন মেক্সিকোতে ‘ডে অব দ্য ডেড’ উৎসব পালিত হচ্ছিল। এদিন দেশটির মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।

গভর্নর ডুরাজো বলেন, ‘আমি একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যায়। কেউ একা এই বেদনার মুখোমুখি থাকবে না। ঘটনার পরপরই জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার ও সহায়তায় অংশ নেন, ফলে বহু প্রাণ রক্ষা হয়েছে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া বার্তায় তিনি জানান, ‘আমি সোনোরা গভর্নর ডুরাজো সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্র সচিব রোজা আইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশও দিয়েছি।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর ওয়াল্ডোস সুপারমার্কেটের সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সাল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে না পড়ে তাই আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়। সূত্র-আল জাজিরা।

এই সম্পর্কিত আরো

১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

সিস্টেম আপগ্রেডেশন: সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

শিগগিরই ওমানে খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার