নিজস্ব প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডোরিন পাওয়ারের সদ্য সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।
আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় এ তথ্য প্রকাশ করা হয় । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ডলারের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে কোম্পানিটির শেয়ার প্রতি (লোকসান) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস (আয়) হয়েছিল ২ টাকা ০৮ পয়সা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে উৎপাদন খরচ বেড়েছে এমনটাই দাবি করছে কোম্পানির পক্ষ থেকে।
এদিকে সদ্যসমাপ্ত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৩৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৬৮ পয়সা।আগের হিসাব বছরে যা ছিল ৪৭ টাকা ৪৬ পয়সা । অর্থাৎ এক বছর বব্যধানে নিট সম্পদ বেড়েছে ২৬ পয়সা ।
জানা যায়, ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডোরিন পাওয়ারের বর্তমানে অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮১ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৪২ কোটি ২১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮। এর মধ্যে ৬৬ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।