October 24, 2024 - 5:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়বিসিএসে কুলাউড়ার চার মেধাবীর সাফল্য

বিসিএসে কুলাউড়ার চার মেধাবীর সাফল্য

spot_img

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: এবারের ৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে চার মেধাবী শিক্ষার্থী সফলতা পেয়েছেন। গত ৩ আগস্ট সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ফলাফলে সারাদেশ থেকে ২ হাজার ৫২০ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শুধু কুলাউড়া উপজেলা থেকেই চারজন মেধাবী শিক্ষার্থীর এই অর্জনে তাদের পরিবার ও এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।

উপজেলা থেকে বিসিএসে চূড়ান্ত নিয়োগের জন্য পিএসসির সুপারিশ প্রাপ্তরা হলেন–বিসিএস পুলিশ ক্যাডারে মুহিবুর রহমান, শিক্ষা ক্যাডারে লুৎফুর রহমান, জিল্লুর রহমান চৌধুরী ও জুয়েল আহমেদ। তাদের মধ্যে মুহিবুর রহমান উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মখলিছুর রহমান ও আয়েশা আক্তারের ছেলে।

মুহিবুর রহমান এর আগে ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে চুনারুঘাট সরকারি কলেজে কর্মরত আছেন। তিনি হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল ও আলিম এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত লুৎফুর রহমান উপজেলার সদর ইউনিয়নের বনগাঁওয়ের প্রবাসী মো.আব্দুর রহমান ও রিনা বেগমের ছেলে। তিনি ২০১১ সালে বাবনিয়া মাদ্রাসা থেকে দাখিল, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জুয়েল আহমেদ উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত মো. কবির মিয়া ও আফজান বেগমের ছেলে। তিনি ২০১১ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক ও মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ক্যাডারে অপর সুপারিশপ্রাপ্ত জিল্লুর রহমান চৌধুরী উপজেলার পৌর শহরের উছলাপাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক মৃত লুৎফুর রহমান চৌধুরী ও শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. দিলরুবা বেগমের ছেলে। তিনি ২০১৩ সালে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় এবং ২০১৫ সালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কুলাউড়ার এই চার মেধাবী তরুণের সাফল্য অর্জনের বিষয়ে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমাদের লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২০১৩ সালের ব্যাচের দু’জন শিক্ষার্থীসহ কুলাউড়া উপজেলার চারজন শিক্ষার্থী এবারের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমরা গৌরবান্বিত। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪...

কুলাউড়ায় এইচপিভি ভ্যাকসিন পাবে ২১ হাজার কিশোরী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন (এইচপিভি) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ায় রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক...

তারাকান্দায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১, আহত ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত এবং দুইজনের আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে শামীম এন্টারপ্রাইজের একটি বাস...

দেশে প্রথমবারের মতো এমআরসিপি পিএসিইএস পরীক্ষা অনুষ্টিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো MRCP PACES (প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অব ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস) পরীক্ষা। দেশের সর্বপ্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকায়...

সোশ্যাল ইসলামী ব্যাংকের “একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন এন্ড ট্রি প্ল্যান্টেশন” কর্মসূচি শুরু

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে “একাউন্ট ওপেনিং এন্ড ট্রি প্ল্যান্টেশন” কর্মসূচী শুরু হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। পরিবেশ রক্ষায় প্রধান...

রূপালী ব্যাংকের এমডি নিয়োগে ষড়যন্ত্রের শিকার সিংগাইরের আঃ রহিম

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের ওপর কবিতা ও ব্যাংকিং বিষয়ক প্রবন্ধ লিখে প্রসংসিত ও সমাদৃত হয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ...

সেনা মোতায়েনের অভিযোগে উত্তর কোরিয়ার কূটনীতিককে জার্মানির তলব

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ‘সামরিক অভিযান’ চালাতে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে বার্লিনে নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব করেছে জার্মানি। মঙ্গলবার (২৩ অক্টোবর) উত্তর কোরিয়ার...

ইউনিয়ন ব্যাংকে বিনিয়োগ আদায়ে জোর তৎপরতা

কর্পোরেট ডেস্ক: শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিনিয়োগ আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে। এ লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে শাখা...