পুঁজিবাজারে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৩ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোঃ বদরুল আমিন।
সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোঃ বদরুল আমিন।
উল্লেখ্য, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২০২৩ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম ১ কোটি ৫৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে সর্বমোট ৫৫ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে, যা ২০২২ সালে ছিল ৫০ কোটি ৩১ লাখ টাকা। নিট প্রিমিয়াম ২ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে, যা ২০২২ সালে ছিল ৩৫ কোটি ৮৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৩ সালে আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ১০ কোটি ১৭ লাখ টাকা, কর পরবর্তী মোট মুনাফা ১০ কোটি ৫০ লাখ টাকা হয়েছে। মোট সম্পদ ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭৮ কোটি ৫০ লাখ টাকা। তাছাড়া কোম্পানীর অন্যান্য সম্পদ, বিনিয়োগ, শেয়ার হোল্ডার ইকুইটি, পরিশোধিত মুলধন, এফডিআর বৃদ্ধি পেয়েছে।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ নুর-উল- আলম এফসিএস, এলএল.বি ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/90050/ |