জুলাই ২৭, ২০২৪ - ১:১১ অপরাহ্ণ
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ছোট-বড় সব মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল অাজ মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল টোল আদায় হয় দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।’

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্র জানায়, টাঙ্গাইল অংশে সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে ১২ হাজার ৯৯০টি পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩ টি যানবাহন পারাপার করে। আর টোল হয় এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ