স্পোর্টস ডেস্ক : বর্ণময় টেনিস ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন সানিয়া মির্জা। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামেও খেতাব জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন তিনি। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মেগা ফাইনালে পৌঁছে গিয়েছেন সানিয়া। সেমিফাইনালে তাঁরা হারালেন ব্রিটেনের নিল স্কুপস্কি এবং আমেরিকার ডেজরে ক্রাভচেক জুটিকে। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। এর আগে কোয়ার্টার ফাইনালে কোনও লড়াই করতে হয়নি এই ভারতীয় জুটিকে।
অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। তাই বছরের প্রথম গ্র্য়ান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হলেও বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়।
মিক্সড ডাবলসে খেতাব জয়ের আশা থাকলেও সানিয়ার ডাবলস অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে। গত রবিবার মহিলা ডাবলসের দ্বিতীয় ম্যাচে হার মানতে হয় সানিয়া ও তাঁর সঙ্গী কাজাখস্তানের অ্যানা ড্যানিলিয়াকে। টুর্নামেন্টের অষ্টম বাছাই হিসাবে কোর্টে নামলেও হাড্ডাহাড্ডি ম্যাচে হারেন তাঁরা। প্রথম সেট হেরেও ম্যাচে ফিরে এসেছিলেন সানিয়ারা। কিন্তু নির্ণায়ক সেট টাইব্রেকারে গিয়ে হারতে হয় তাঁদের। অস্ট্রেলিয়ান ওপেনের একমাত্র ভারতীয় হিসাবে টিকে রয়েছে সানিয়া-বোপান্নার জুটি।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগেই সানিয়া ঘোষণা করে দেন, টুর্নামেন্টের শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। টেনিস জীবনে মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। ডাবলসেও তিনটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী। কেরিয়ারের শেষ লগ্নে এসে ট্রফি নিয়ে ফিরবেন সানিয়া, এমনটাই আশা তাঁর ভক্তদের।
আরও পড়ুন:
বিপিএল-২০২৩ এর সেরা পাঁচ সম্ভাবনাময় ক্রিকেটার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস ফাইনালে সানিয়া মির্জা-বোপান্না https://corporatesangbad.com/8633/ |