December 15, 2025 - 4:12 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঅবিশ্বাস্য পাঞ্জাব-কলকাতা ম্যাচে যত রেকর্ড

অবিশ্বাস্য পাঞ্জাব-কলকাতা ম্যাচে যত রেকর্ড

spot_img

স্পোর্টস ডেস্ক: শুক্রবার (২৬ এপ্রিল) রাতে চলমান আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ডে নাম লেখালো পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ। ইডেন গার্ডেনে আইপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ পুঁজি দাঁড় করায় কলকাতা। কিন্তু পাহাড়সমান এই পুঁজিও জয়ের জন্য যথেষ্ট হলো না।

শুধু আইপিএল নয়, যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ায় নজির গড়ে জয় ছিনিয়ে নিয়েছে প্রীতি জিনতার দল। রেকর্ডের ছড়াছড়িতে ঠাসা এই ম্যাচটি নানান কারণে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (২৬ এপ্রিল) শুরুতে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও সুনীল নারিনের বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রানের পাহাড়সমান পুঁজি গড়ে কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে জনি বেয়ারস্টো তাণ্ডবে ৮ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।

সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড : টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে এ রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। যা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

এতদিন আইপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড রাজস্থান রয়্যালসের ছিল। চলতি আসরেই এই রেকর্ড গড়ে তারা। এই জয়ের পর শুধু আইপিএল নয়, যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ায় নজির গড়ল প্রীতি জিনতার দল।

এক ম্যাচে সর্বাধিক ছক্কা : টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কাও হয়েছে এই ম্যাচে। সব মিলিয়ে এই ম্যাচে ৪২টি ছক্কা হয়েছে। আগের সর্বোচ্চ ছিল ৩৮টি ছক্কা, সেটিও হয়েছিল এবারের আইপিএলে; গত ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে।

এ ছাড়া এককভাবে ২৪টি ছয় হাঁকিয়েছে পাঞ্জাব, যা টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, এশিয়ান গেমসে টি-টোয়েন্টিতে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল সর্বোচ্চ ২৬টি ছয়ের রেকর্ড গড়েছিল।

দুই ইনিংস মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রান : এদিন দুইদল মিলে ৫২৩ রান তুলেছে। এই ম্যাচে আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের চার ওপেনারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। সুনীল নারিন ও ফিল সল্ট—কলকাতা নাইট রাইডার্সের এই দুই ওপেনার এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন। পাঞ্জাব কিংসের বিপক্ষেও এই ধারাবাহিকতা বজায় ছিল। মাত্র ৬৩ বলে দুইজনে গড়েছেন ১৩৮ রানের জুটি।

এর আগে, হায়দরাবাদ ও ব্যাঙ্গালুরুর ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫৪৯ রান হয়েছিল। এ ছাড়া হায়দরাবাদ ও মুম্বাই ম্যাচে ৫২৩ রান হয়েছিল।

যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারি : এই ম্যাচে দুইদল মিলে বাউন্ডারিতে ৪০০ রান (কলকাতা ১৯৬, পাঞ্জাব ২০৪) তুলেছে। যা এখন টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে, চলতি আসরের ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচেও একই রান এসেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা...

নিউইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ

ইমা এলিস, নিউ ইয়র্ক: শনিবার গভীর রাতে ব্রুকলিনে একটি সুইট সিক্সটিন (১৬তম জন্মদিন) পার্টির পর গুলিতে ছয় কিশোর আহত হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ...

শেরপুরে খেঁজুরের রস পানে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহিন...

২১ ডিসেম্বর ইন্ট্রাকোর বোর্ড সভা

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২১ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগ অবরোধ জাতীয় ছাত্রশক্তির

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাজধানীর শাহবাগ...

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে।...

ইউসিবিতে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...