December 13, 2025 - 8:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে পিএসজি

বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে পিএসজি

spot_img

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো পিএসজি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৬-১ গোলে সেই হারের মধুর প্রতিশোধ নিল ফরাসি ক্লাবটি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির জয় ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেল শেষ চারে।

বিদায় নিলেও ম্যাচের শুরুটা অবশ্য দারুণ করেছিল বার্সা। ম্যাচের প্রায় আধঘণ্টা বল দখলে এগিয়ে ছিল কাতালানরা। শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকা বার্সা ম্যাচের ১২তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায়। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে যায় জাভির দল।

অবশ্য বার্সার সেই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেননা ম্যাচের ২৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে বিপাকে পড়ে বার্সা। পিএসজির ব্র্যাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনাল্ড আরাউহোকে। ১০ জনের দল নিয়ে বাকি সময়ে কঠিন পরীক্ষা দিতে হয় বার্সাকে।

এরপর ম্যাচের ৪০তম মিনিটে সমতা ফেরান উসমান দেম্বেলে। বাঁ দিক থেকে বারকোলার বাড়ানো বলে দারুণ শটে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেই ফের বার্সাকে ধাক্কা দেয় পিএসজি। ম্যাচের ৫৪তম মিনিটে আশরাফ হাকিমির বাড়ানো বলে ভিতিনিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

এদিকে ম্যাচে একের পর এক কার্ড দেখানোয় রেফারিকে নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বার্সা কোচ জাভি। এক পর্যায়ে চতুর্থ অফিশিয়ালের সামনেই একটি বিজ্ঞাপনী বোর্ডে লাথি মেরে বসেন তিনি। এ ঘটনায় জাভিকেও লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে তাড়িয়ে দেন কোভাকস। প্রতিবাদ জানাতে গেলে লাল কার্ড দেখতে হয় বার্সার গোলকিপার কোচ দে লা ফুয়েন্তেকেও।

এরপর ম্যাচের ৬১তম মিনিটে বিপদ আরও বাড়ে স্প্যানিশ ক্লাবটির। দেম্বেলেকে নিজেদের বক্সে ট্যাকল করে বসেন জোয়াও কানসেলো। যার সুবাদে পেনাল্টি পায় পিএসজি। সফল স্পট কিকে প্যারিসের ক্লাবটিকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচে স্প্যানিশ প্রতিপক্ষের মাঠে গোলের রেকর্ড গড়েন এমবাপ্পে।

৩-১ গোলে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা। ম্যাচের ৮৯ তম মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপ্পে। এমবাপ্পে ও মার্কো আসেনসিওর প্রচেষ্টা বার্সা গোলকিপার স্টেগেন রুখে দিলেও ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। বলটা আবারও আসে এমবাপ্পের পায়ে। এবার তিনি আর ভুল করেননি। নিজেদের জোড়া গোলের পাশাপাশি পিএসজিকে তোলেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...