October 25, 2024 - 9:25 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়সুখী দেশের তালিকায় ১১ ধাপ পিছিয়ে ১২৯তম বাংলাদেশ

সুখী দেশের তালিকায় ১১ ধাপ পিছিয়ে ১২৯তম বাংলাদেশ

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাধারণ অবস্থান গত বছরের তুলনায় চলতি বছর ১১ ধাপ পিছিয়ে ১২৯তম অবস্থানে নেমে এসেছে। এবার বাংলাদেশের স্কোর ৩ পয়েন্ট ৮৮৬। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা সপ্তমবারের মতো শীষে রয়েছে ফিনল্যান্ড।

আজ বুধবার (২০ মার্চ) জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বৈশ্বিক সুখ বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপির।

প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচাইতে উৎফুল্ল ১০টি দেশের অধিকাংশই নরডিক অঞ্চলের দেশ। তালিকায় ফিনল্যান্ডের পরের অবস্থানগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেনের।

১৪৩টি দেশের এই তালিকায় সবার নিচে অবস্থান করছে ২০২০ সালের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে থাকা মানবিক দুর্যোগের মুখে পড়া আফগানিস্তান।

প্রায় এক যুগ আগে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও জার্মানি কখনোই প্রথম ২০টির ঘরে তাদের নাম তুলতে পারেনি। আর এবছর তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে। অন্যদিকে কোস্টারিকা ও কুয়েত চলে এসেছে প্রথম ২০টি দেশের তালিকায়। এই বছরের তালিকায় তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩তম স্থানে।

তবে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় কখনোই বড় দেশগুলোর নাম আসে না। প্রথম ১০টি দেশের মধ্যে কেবল নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যাই দেড় কোটির ওপরে। পুরো তালিকার প্রথম ২০টি দেশের মধ্যে কেবল কানাডা ও যুক্তরাজ্যের তিন কোটির বেশি জনসংখ্যা রয়েছে।

২০০৬ সাল থেকে ২০১০ সাল নাগাদ এই তালিকায় সবচেয়ে অবনতি হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানের। অন্যদিকে সবচেয়ে উন্নতি হয় পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার।

সুখী দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান তলানির দিকে ১২৯তম স্থানে।

‍সুখের এই তালিকা প্রণয়ন করা হয় কোনো নির্দিষ্ট দেশের জনসাধারণের জীবন সম্পর্কে সন্তুষ্টি, জিডিপি অনুসারে মাথা পিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির মূল্যায়নের ওপর।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...