কোহিনূর কেমিক্যালের ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Posted on December 25, 2022

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড ২০২১-২০২২ অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

আজ (২৫ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোহিনূর কেমিক্যালের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক লে. কর্নেল কামাল আহমেদ (অবসরপ্রাপ্ত), প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোম্পানির সচিব মোহা. শামীম কবীর এবং সিএফও আবু বক্কর সিদ্দিক।

সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্য সূচিসমূহ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য অর্থবছরের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

এর আগে  লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০১৭ সালে ১৫ শতাংশ নগদ ১৫ শতাংশ বোনাস, ২০১৮ সালে ১০ শতাংশ নগদ ২০ শতাংশ বোনাস, ২০১৯ সালে ২০ শতাংশ নগদ ২০ শতাংশ বোনাস, ২০২০ সালে ৩৫ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস এবং ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ ১৫ শতাংশ বোনাস  শেয়ার লভ্যাংশ প্রদান করেছে।

আরো পড়ুন…..

দুই কোম্পানির লেনদেন চালু কাল