October 11, 2024 - 4:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ৩ মাসে ৩১ মামলায়ও বন্ধ হয়নি পুকুর খনন

৩ মাসে ৩১ মামলায়ও বন্ধ হয়নি পুকুর খনন

spot_img

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত তিন ফসলি এলাকা সিরাজগঞ্জের তাড়াশে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে উদ্বেগজনক হারে। ২০০৭ সালের পর দেড় দশকে কয়েক হাজার পুকুর খনন করা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের। এভাবে যততত্র পুকুর খননের ফলে বিভিন্ন গ্রামের ফসলি মাঠে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। খাদ্যশস্যের ভান্ডারখ্যাত উপজেলায় আশঙ্কাজনক হারে ধান, গম, ভুট্টার মতো খাদ্যশস্য ও সরিষা উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে বলে দাবি চাষিদের। 


উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলছিলেন, পুকুর খনন বন্ধ না হলে আগামী দিনে কৃষক পরিবারগুলোর ভাত জুটবে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের দিকে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আবাদি জমির পরিমাণ ছিল প্রায় ২৯ হাজার হেক্টর। তবে পুকুর খনন করায় আবাদি জমির পরিমাণ কমেছে অন্তত ছয় হাজার হেক্টর। পুকুর কাটা হলেও খাজনা দেওয়া হচ্ছে কৃষিজমি হিসেবে। অথচ পুকুরের জমির খাজনা বেশি।


এলাকায় প্রচুর পুকুর খনন করায় ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানান উপজেলার খালকুলা এলাকার তোতা মিয়া। তিনি বলেন, এসব জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। এ কারণে পুকুর খননে বাধ্য হয়েছেন। এদিকে পুকুর খননের জন্য তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে জামিনে আছেন কোহিত মহল্লার ওমর আলী। তিনি খননযন্ত্র ভাড়ায় চালান। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। তাঁর ভাষ্য, দণ্ড পাওয়ার পর আর পুকুর খননের কাজ করছেন না। যারা খনন করছেন, তাদের শাস্তি হওয়া উচিৎ বলে মত তাঁর।


জানা গেছে, পুকুর খনন রোধে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় এবং পুলিশ যৌথভাবে তিন মাস ধরে অভিযান চালাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সাতটি ইউনিয়ন এলাকায় তাড়াশ থানা পুলিশ বাদী হয়ে ১২টি মামলা করেছে। আর ভূমি কর্মকর্তারা বাদী হয়ে করেছেন ১৫ মামলা। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ২০২৩ সালের ভূমি অপরাধ, প্রতিকার ও প্রতিরোধ আইনে এসব মামলা হয়েছে।


এসব মামলার মধ্যে নওগাঁ ইউনিয়নে ৯টি মামলায় আসামি ৫৬ জন। এ ছাড়া মাগুড়াবিনোদ ইউনিয়নের দুই মামলায় চারজন, দেশিগ্রামের একটি মামলায় দু’জন, বারুহাসের একটি মামলায় আটজন, সদরের দুই মামলায় ৯ জন, মাধাইনগরের একটি মামলায় ২২ এবং তালম ইউনিয়নে একটি মামলায় আসামি করা হয়েছে দু’জনকে।


এদিকে ভূমি অফিস থেকে জানা গেছে, গত জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.  খালিদ হাসান পুকুর খনন রোধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ অভিযানে পাঁচ ব্যক্তিকে জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয় দুটি এক্সক্যাভেটর (ভেকু)। পাশাপাশি পুলিশ গ্রেপ্তার করেছে ৩১ জনকে। সব মিলিয়ে ৩১টি মামলার পর পুকুর খনন কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। প্রশাসনের অভিযানের কারণে তাদের চোখ ফাঁকি দিতে দিনের পরিবর্তে রাতে খনন করা হচ্ছে।


বিষয়টি স্বীকার করে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ পুকুর খনন বন্ধে সর্বাত্মক চেষ্টা করছে। তবে তারা বিভিন্ন সময় অন্য কাজেও ব্যস্ত থাকায় কিছু ব্যক্তি রাতে পুকুর খনন করছেন। তার পরও সেগুলো বন্ধে তৎপর আছেন বলে জানান তিনি। আর সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসানের ভাষ্য, তিন মাসে যৌথ অভিযান চালালেও ফসলি জমিতে পুকুর খনন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। খনন বন্ধে জনপ্রতিনিধি, কৃষক, সচেতন নাগরিকদের সচেতনা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ‘রিসেট বাটন’ শব্দ ব্যবহার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ...

মেহেরপুরে হারানো ৭১টি মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: হারানো ৭১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। মেহেরপুর জেলা...

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

আন্তর্জাতিক ডেস্ক : এবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন দক্ষিণ কোয়িার লেখিকা হান কাং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বিকেল ১টা ও বাংলাদেশ সময়...

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের লেকভিও কনভেনশন সেন্টারে বাংলাদেশ...

মিয়ানমার থেকে ফিরল ট্রলার, ভেতরে ১ লাশ ও ১১ জেলে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণের শিকার হওয়া মাছ ধরার বাংলাদেশি ছয়টি ট্রলারের মধ্যে একটি ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরে এসেছে।...

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান কারাগারে

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের...

জানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তীব্র জানজট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। এই জানজটের রহস্য উদ্ঘাটন করে দ্রুতই সমাধান না করতে পারলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে অনাস্থার...

৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল নাগরিকের বছরের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা...