স্বাস্থ্য ডেস্ক : জানুয়ারি মাসকে ‘থাইরয়েড অ্যাওয়ার্নেস’ মাস হিসেবেই দেখা হয়ে থাকে। ট্র্যাকিয়ার ওপরে গলার দু’পাশে যে দুটি গ্ল্যান্ড থাকে, তা হল থাইরয়েড গ্ল্যান্ড৷ দেখতে অনেকটা প্রজাপতির মতো৷ দেহে মেটাবলিজমে থাইরয়েড গ্ল্যান্ডের ভূমিকা অপরিসীম। এই গ্রন্থি থেকে নি:সৃত হরমোন একাধিক কাজ করে মানবদেহে। হার্ট থেকে, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং জননতন্ত্রের ওপর একাধিক কাজ করে এই থাইরয়েড হরমোন। তাই এই গ্রন্থির কাজে সমস্যা হওয়া মানেই দেহে নানাবিধ সমস্যা দেখা দেওয়া।
চিকিৎসকরা জানিয়েছেন, খাবার যখন খাওয়া হয় তখন উৎসেচকের পাশাপাশি থাইরয়েড হরমোনও কাজ করে৷ খাবারকে দেহে এনার্জিতে রূপান্তরিত করে, এর ফলে দেহ কোষগুলি সচল থাকে। তাই যদি এই হরমোন কম বা বেশি ক্ষরণ হয়, সেটির নেতিবাচক প্রভাব পড়ে দেহে। যদি বেশি থাইরয়েড হরমোন ক্ষরণ হয় তাহলে সেই রোগকে বলে হাইপারথাইরয়েডিসম। যদি কম ক্ষরণ হয়, তাহলে তাকে বলে হাইপোথাইরয়ডিসম।
কীভাবে বুঝবেন আপনার হাইপারথাইরয়ডিজম হয়েছে?
• দুশ্চিন্তা এবং শরীরে জ্বালা হওয়া
• ঘুমের অভাব
• ওজন কমে যাওয়া
• থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি বা গলগন্ড তৈরি হওয়া
• দুর্বলতা এবং শরীরে কাঁপুনি
• গরমে বেশি কষ্ট হওয়া
• চোখ এবং দৃষ্টিশক্তির সমস্যা
• ঘেমে যাওয়া
• নখের সমস্যা
হাইপোথাইরয়েডিজমের কিছু সাধারণ লক্ষণ, যা দেখে বোঝা যায় এই রোগে আপনি আক্রান্ত কি না
• শরীরের ক্লান্তি দেখা যাওয়া
• ওজন বৃদ্ধি
• সহজে জিনিস ভুলে যাওয়ার প্রবণতা
• চুলে রুক্ষতা বৃদ্ধি
• কর্কশ কণ্ঠস্বর
• ঠান্ডায় বেশি কাঁপুনি
• কোষ্ঠকাঠিন্যর সমস্যা
• নখ ভেঙে যাওয়ার প্রবণতা
সাধারণত হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজমে পুরুষ এবং মহিলাদের মধ্যে একই লক্ষণ দেখা যায়। থাইরয়েড রোগে মহিলারা অনিয়মিত মাসিক চক্রের মুখোমুখি হয়। পুরুষদের ক্ষেত্রে চুল পরার সমস্যা বাড়তে থাকে।
সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির কিডনি অন্য দেহে প্রতিস্থাপন