December 11, 2025 - 4:55 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাহঠাৎ অবসরের ঘোষণা রোমান সানার

হঠাৎ অবসরের ঘোষণা রোমান সানার

spot_img

স্পোর্টস ডেস্ক : জাতীয় আর্চারি দল থেকে অবসর নিয়েছেন স্বর্ণজয়ী আর্চার রোমান সানা। অবসরের বিষয়টি আর্চারি ফেডারেশনকে জানিয়েছেন এই আর্চার। চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন রোমান, নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ।

এই অবসর বিষয়ে রাজিবউদ্দিন বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে রোমান ফেডারেশনকে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠি পেয়েছি। চিঠিতে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে।’

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ইতিহাসে প্রথম পদক জয়ী অ্যাথলেট রোমান সানা। সাউথ এশিয়ান গেমসে একক, দলীয় এবং মিশ্রতে স্বর্ণপদক জয় করেছিলেন তিনি। ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা এ অ্যাথলেট ফেব্রুয়ারি মাসে হঠাৎ জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশন ও সংশ্লিষ্ট সকলের অবজ্ঞা, মূল্যায়ন না করা, হতাশা এবং অনেকটা অভিমান নিয়েই তার অবসরের সিদ্ধান্ত।

২০১০ থেকে শুরু করে টানা ১৪ বছর খেলে দেশকে অনেক দিয়েছেন। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে দেশসেরা ও আর্চারের সবচেয়ে বড় বিজ্ঞাপনের কেন এ সিদ্ধান্ত?

অবসরের কথা নিশ্চিত করে প্রথমে বলেন, ‘এখন আর আগের মত পারফরম্যান্স নেই, খেলতে চাচ্ছি না, চোটও আছে। তাছাড়া নানাবিধ কারণ আছে, এজন্যই খেলা থেকে দূরে থাকতে চাই। নতুনভাবে নতুন কিছু শুরু করতে যাচ্ছি, এজন্যই এ পদক্ষেপ নেয়া।’

‘আসলে খেললাম তো বহু বছর, ১৪ বছর ধরে। আমাদের সুযোগ সুবিধা কোনো কিছুই তো নেই। আমরা তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ভালো কিছুর আশায় খেলতে আসি। এটাই যদি না হয় তাহলে খেলে কি করব। এ অব্দি দেশকে তো বহু কিছুই দিলাম। এমন কোনো ফলাফল নেই যেখানে আল্লাহর রহমতে ভালো করিনি। বিভিন্ন আন্তর্জাতিকে, এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, অলিম্পিকেও খেলে আসলাম। সে তুলনায় কোনো জায়গা থেকে তো কেনো সাড়া পাইনি। সেখানে বেতন পাই মাত্র তিন হাজার টাকা।’

ফেডারেশনের অবমূল্যায়নের কথা তুলে ধরে আক্ষেপ করে রোমান বলেন, ‘আমরা খেলি জাতীয় দলে, প্রতিদিন ৭-৮ ঘন্টা অনুশীলন করি। কিসের আশায় করি? তিন হাজার টাকার জন্য? আর বাইরে খেলতে গেলে ১০০ ডলার পকেট খরচ। এর থেকে যদি আমি চাকরির পাশাপাশি রিকশাও চালাই তাও প্রতিদিন ২০০ টাকা কামায় করতে পারব। যে পরিশ্রমটা ফেডারেশনে দেই তার চেয়ে অটো চালালে তাও ২০০/৩০০ টাকা কামাতে পারব অতিরিক্ত, যা মাস শেষে ৬০০০ টাকার বেশি হয়। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কি অবস্থা।’

নিজেদের অন্ধকার ভবিষ্যতের কথা বলতে গিয়ে জানান, ‘ক্রিকেট, ফুটবলের মত আমাদের তো কোনো ভবিষ্যত নেই। আছে বলেন? নিজেকে উজাড় করে দেয়ার পরও যদি কিছু না আসে, না পাই তাহলে কিভাবে হবে। যে গাছটা আপনাকে ফল দেয় সেটার যত্ন যত নিবেন ফলন তত বেশি পাবেন। গাছ হচ্ছি আমরা, আমাদের কোনো যত্ন নেই। আনুষঙ্গিক বিভিন্ন ক্যাম্প, ট্যালেন্ট হান্ট, এইটা করতে হবে, ওইটা করতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগ। অথচ আমাদের সময় কোনো টাকা নেই।’

‘শুধু ফেডারেশন না, আমাদের স্পন্সর তো আসেই না। বড় ধরণের একটা স্পন্সর নিয়ে আছে। ফেডারেশনের তো গাফিলতি আছেই। খেলোয়াড়দের বেলায় তাদের কোনো কিছুই থাকে না। কি দিয়ে দিব, কোথায় পাব?’

অবসরের কাগজপত্র জমা দেয়ার পর ফেডারেশনের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, ‘ফেডারেশন কোনো কিছু বলেনি। কেউ ডাকেনি, ফোনও দেয়নি, কেউ মিটিংও করেননি। কেন এমন সিদ্ধান্ত নিলাম, কেন এমন হচ্ছে, কিছুই না। প্রথমে যখন কাগজ জমা দিয়েছিলাম তখন ফারুক ঢালি স্যার মানা করে দুইঘণ্টা বুঝিয়েছেন। তখন আর জমা দেইনি। তখন ১৫ দিন অপেক্ষা করে দেখলাম, বুঝতে পারলাম এখানে থেকে কোনো লাভ নেই। বরং সম্মান যা অর্জন করেছিলাম তাও হারাইছি।’

নিজের বর্তমান অবস্থা তুলে ধরে রোমান বলেন, ‘এখন আমার বিবাহিত জীবন। এখন আমার খরচ বেড়েছে। আগে যখন সিঙ্গেল ছিলাম, চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পেরেছি। এখন স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে যদি সংসার চালানো লাগে তাহলে এমন জাতীয় দলের দরকার নেই আমার।’

‘আমি কিছু দিন পর স্যারকে (ফারুক ঢালী) জিজ্ঞেস করেছিলাম, আমার লেটারটা কি গ্রহণ করা হয়েছে কি না? তখন তিনি জানিয়েছিলেন আমাদের মিটিং হবে, তারিখ নির্ধারিত হয়নি। তারপর একমাস হয়ে গেল কোনো আলোচনা আসেনি।’

উল্লেখ্য, দেশসেরা আর্চার রোমান সানা ২০১৪ সালে আর্চারিতে যোগ দান করে ওই বছরই থাইল্যান্ডে প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি’তে এককে সোনা জয় করেন। এরপর ২০১৭ সালে বিশকেক আন্তর্জাতিক আর্চারিতে সোনা আনেন। ২০১৯ সালে আইএসএসএফ সলিডারিটি বিশ্ব র‌্যাঙ্কিং আর্চারিতে এককে রুপা, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং এশিয়ান কাপ বিশ্ব র‌্যাঙ্কিং টুর্নামেন্টে এককে সোনা, দলীয় রুপা এবং মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ জয় করেন। ওই বছরই সাউথ এশিয়ান গেমসে দলীয়, মিশ্র, এবং এককের তিনটিতেই সোনা জেতেন।

আরও পড়ুন:

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের

চার বছর নিষিদ্ধ পোগবা

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ...

শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি

পুঁজিবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: সালাম ওবায়দুল করিম শেয়ার ক্রয়ের ঘোষনা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ...

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...

জিএসপি ফাইন্যান্সের এজিএম স্থগিত

পুঁজিবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে...

শিগগিরই দেশে আসবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান খুব...

পবিত্র রজব মাসের ফজিলত ও ইবাদত

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।। ‘রজব’ হলো আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহের মাস। রজব মাস বান্দার গুনাহ মাফের মাস। রজব মাসের সঙ্গে ইসলামের অতীত ইতিহাস, সংস্কৃতি...